পাকুন্দিয়ায় পৌর মেয়র পদে জয় পেলেন আওয়ামী লীগের নজরুল

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ প্রার্থী মো. নজরুল ইসলাম আকন্দ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম। নির্বাচনে ভোট পড়েছে ৬৭ দশমিক ৬৮ শতাংশ।

নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী (নৌকা) মো. নজরুল ইসলাম আকন্দ পেয়েছেন ৭ হাজার ৭১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (মোবাইল ফোন) অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন পেয়েছেন ৪ হাজার ৫২৪ ভোট।

নির্বাচনে অপর তিন প্রার্থী স্বতন্ত্র (নারিকেল গাছ) মো. আক্তারুজ্জামান খোকন পেয়েছেন ২ হাজার ৮৪১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী (হাত পাখা) মাওলানা মো. আতাহার আলী পেয়েছেন ৪৩২ ও স্বতন্ত্র প্রার্থী (জগ) মো. মোতায়েম হোসেন স্বপন পেয়েছেন ১২৫ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ হয়। পৌর এলাকার ১১টি ভোট কেন্দ্রের ৭৫টি বুথে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ১৫১ জন। ১৫ হাজার ৬৭৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩১ ভোট বাতিল হয়।

Share.