আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। এছাড়াও এ সময় হামলাকারীরা তাদের বসত ভিটা ভাঙচুরসহ লুটপাট করেছে বলেও অভিযোগ উঠেছে। উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামে গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
প্রতিপক্ষের হামলায় আহতরা হলেন- চরতেরটেকিয়া গ্রামের একই পরিবারের মোঃ আবুল হোসেন ও তাঁর স্ত্রী মোছা: ফজিলাতুন্নেছা, ছেলে আরিফুল ইসলাম রাজন এবং মেয়ে শামীমা নাসরিন। আহতরা পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় আহত আবুল হোসেন বাদী হয়ে একই বাড়ীর মৃত আব্দুল হাইয়ের ছেলে মোঃ কামাল উদ্দীন, তাঁর ছোট ভাই বোরহান উদ্দিন ও চাচাতো ভাই রাসেলসহ ১৬ জনের নাম উল্লেখ করে বুধবার দিবাগত রাতে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের কামাল উদ্দীনের পরিবারের সঙ্গে একই বাড়ীর আবুল হোসেনের দীর্ঘদিন ধরে জমি-জমা ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছে। এর জেরে গত মঙ্গলবার(১ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে কামাল উদ্দীনের নেতৃত্বে ১৫-১৬ জনের একটি দল দা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে আবুল হোসেনের বাড়ির উঠানে যান। সেখানে গিয়ে আবুল হোসেন কে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন তারা। এ সময় আবুল হোসেনের স্ত্রী ফজিলাতুন্নেছা এর প্রতিবাদ করলে কামাল উদ্দীন ক্ষীপ্ত হয়ে ফজিলাতুন্নেছাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে রক্ষা করতে স্বামী আবুল হোসেন, ছেলে আরিফুল ইসলাম রাজন ও মেয়ে শামীমা নাসরিন এগিয়ে গেলে কামাল উদ্দীনের সঙ্গে থাকা রাসেল ও রাবিয়া খাতুন সহ কয়েকজন তাদের লাঠি দিয়ে এলোপাতারি পিটিয়ে গুরুতর আহত করে। অভিযোগ থেকে আরো জানা যায়, এছাড়াও হামলাকারীরা আবুল হোসেনের বসত ঘরের দরজা জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করে। পরে ঘরের ভিতরে ঢুকে সোকেজের ড্রয়ার ভেঙ্গে নগদ দুইলাখ টাকাসহ কয়েক ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা চলে যায়। পরে তাদেরে উদ্বার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এ ব্যাপারে জানতে অভিযুক্ত কামাল উদ্দীনের মুঠো ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সারোয়ার জাহান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।