পাকুন্দিয়ায় প্রতিবন্ধীর পাশে ওসি সারোয়ার জাহান

0
স্টাফ রিপোর্টারঃ
কোভিড-১৯ সংক্রমণ রোধে কঠোর লকডাউনের পঞ্চম দিনে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের কঠোর অবস্থান। পৌর সদর বাজারের বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তারা লোক চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। পাশাপাশি ওসি মোঃ সারোয়ার জাহান  এর নেতৃত্বে চৌকস একটি পুলিশ টিম টহল দিচ্ছেন পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে।
বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত। লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছেন পাকুন্দিয়া থানা পুলিশ।
সোমবার  পৌরসদর বাজারের ডাকবাংলোর সামনে ওসি মোঃ সারোয়ার জাহান এর নেতৃত্বে পুলিশের টহল দলকে দেখে একজন শারীরিক প্রতিবন্ধী হুইল চেয়ারে বসে হাউমাউ করে কেঁদে পুলিশের উদ্দেশ্যে কিছু বলতেছিলো, তখন ওসি সারোয়ার জাহান এগিয়ে গেলে প্রতিবন্ধী লোকটি কে তাঁর সমস্যার কথা জিজ্ঞেস করেন, তাঁর কথা শুনে ওসি সারোয়ার জাহান নিজে নগদ অর্থ সহায়তায় দিয়ে রাস্তা পার করে হোটেল থেকে খাবার দিয়ে বলেন, আপনার আরো কোন সমস্যা থাকিলে আমাকে জানাবেন। এই কথা শুনে প্রতিবন্ধী লোকটি আনন্দে হাওমাউ করে কেঁদে দিলেন এবং দুই হাত তুলে মহান আল্লাহ তায়ালার নিকট মানবিক পুলিশের জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করেন।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান জানান, আইজিপি বেনজীর আহমেদ স্যার, ডিআইজি বিপিএম(বার), পিপিএম(বার), ঢাকা রেঞ্জ এর হাবিবুর রহমান স্যার এবং কিশোরগঞ্জ পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, বিপিএম(বার) স্যার চাচ্ছেন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক পুলিশ হবে, এরই ধারাবাহিকতায় সমাজের সকল মানুষ কে মানুষ ঠিক করে এই সহযোগিতা করছি এবং তাঁর আরো কোন সহযোগিতার প্রয়োজন হলে সহযোগিতা করা হবে
Share.