পাকুন্দিয়ায় ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ বিষয়ক অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনব্যাপি কিশোরগঞ্জ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় পাকুন্দিয়া উপজেলা পরিষদ হলরুমে প্রান্তিক পর্যায়ের শতাধিক কৃষক-কৃষাণীর অংশগ্রহণে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. আবদুস ছাত্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা খামারবাড়ির পরিচালক (সরেজমিন উইং) কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ এসএম সোহরাব উদ্দিন।

বাজিতপুর উপজেলা কৃষি অফিসার মো. রাকিবুল হাসানের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (শস্য) সাইফুল হাসান আলামিন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আওয়াল ও উপজেলার দাউরাইদ গ্রামের কৃষানী আলেয়া পারভীন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ খামারবাড়ি অতিরিক্ত পরিচালক মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ হর্টিকালচারের উপপরিচালক আবু আদনান, পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. জিয়াউর রহমান।

কর্মশালায় ফসলের গড় নিবিড়তা বৃদ্ধি ও বোরো আবাদে অধিক ফলনশীল জাত ও প্রযুক্তি ব্যবহারের ওপর পর্যালোচনা ও কর্মপরিকল্পনা নেওয়া হয়।

অনুষ্ঠান শেষে ২০২১-২০২২ অর্থ বছরের প্রকল্পকৃত কিশোরগঞ্জ জেলায় প্রকল্পের কার্যক্রম সফল ভাবে বাস্তবায়ন ও জমির সর্বোত্তম ব্যবহার এবং প্রতি ইঞ্চি জমি চাষাবাদে সফল ৮জন কৃষক-কৃষণীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়।

Share.