তরীকুল হাসানঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফ্রী ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার সুখিয়া ইউনিয়নের হর্ষি বাজার ঈদগাহ মাঠে কিশোরগঞ্জ ভেটেনারি স্টুডেন্টস এসোসিয়েশনের(ভেটস) আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ ভেটেনারি স্টুডেন্টস এসোসিয়েশনে র সভাপতি ডা.এস.এম নুরুজ্জামান শাহনূরের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাউসার আলম ফয়সালের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম লুৎফর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মাহফুজ উদ্দিন ভুইয়া, লিডার এগ্রো ফার্মা লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ডা. ছাইদুর রহমান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাকিবুল হাসান সাজিদ সহ বিভিন্ন কৃষি বিশব্বিদ্যালয়ের ৩৬ জন ভেটেরিনারি মেডিসিন পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ।
পরে বিভিন্ন এলাকা থেকে লোকজন তাদের গৃহপালিত পশুপাখি মাঠে নিয়ে আসলে সম্পূর্ণ বিনামূল্যে প্রাণীদের নানান পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা পত্র ও ওষুধ প্রদান করা হয়। ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরো অনেক ক্যাম্পেইন করবেন বলে জানান কিশোরগঞ্জ ভেটস এসোসিয়েশন এর সভাপতি ডা.এস.এম নুরুজ্জামান শাহনূর।