তরীকুল হাসানঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফ্রী ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার সুখিয়া ইউনিয়নের  হর্ষি বাজার ঈদগাহ মাঠে কিশোরগঞ্জ ভেটেনারি  স্টুডেন্টস এসোসিয়েশনের(ভেটস) 
কিশোরগঞ্জ ভেটেনারি স্টুডেন্টস এসোসিয়েশনে
পরে বিভিন্ন এলাকা থেকে লোকজন তাদের গৃহপালিত পশুপাখি মাঠে নিয়ে আসলে সম্পূর্ণ বিনামূল্যে প্রাণীদের নানান পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা পত্র ও ওষুধ প্রদান করা হয়।  ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে আরো অনেক ক্যাম্পেইন করবেন বলে জানান কিশোরগঞ্জ ভেটস এসোসিয়েশন এর সভাপতি ডা.এস.এম নুরুজ্জামান শাহনূর।
		
		
		
				
					
				
			 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											