পাকুন্দিয়ায় বিনামূল্যে বীজ ও সার পেল ১৩০০কৃষক

0

আছাদুজ্জামান খন্দকারঃ
আউশ ফসলের প্রণোদনা হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র পর্যায়ের ১৩০০কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। খরিপ-১/২০২১-২২ মৌসুমের প্রণোদনার আওতায় রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব বীজ ও সার বিতরণ করে। এছাড়াও কৃষকদের মাঝে তিনটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ, সার ও কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) একেএম লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল হাসান আলামিন, পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুছ ছালাম ও উপ-সহকারী কৃষিকর্মকর্তাসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল হাসান আলামিন জানান, খরিপ-১/২০২১-২২অর্থবছরে আউশ ফসলের প্রণোদনা হিসেবে প্রান্তিক ও ক্ষুদ্র পর্যায়ে ১৩০০কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েয়ে। প্রতিজন কৃষক বিঘা প্রতি সহায়তা হিসেবে ৫কেজি বীজ, ২০কেজি ডিএপি সার ও ১০কেজি করে এমওপি সার পাচ্ছেন।

Share.