আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ভূমিহীন পরিবারদের শতভাগ পুনর্বাসন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, অফিসার ইনচার্জ (অঃদাঃ) নাহিদ হাসান সুমন প্রমুখ। এ সময় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানদের উদ্দেশ্যে বক্তারা বলেন, এ উপজেলায় একজন মানুষও যাতে গৃহহীন না থাকে সে জন্য গৃহহীন ও ভূমিহীন পরিবার খুজে বের করে শতভাগ যাচাই-বাছাই করে এর তালিকা প্রণয়ন করতে হবে। সভায় উপজেলা টাস্কফোর্স কমিটির সভায় উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের গৃহহীন ও ভূমিহীন পরিবারের তালিকা অতি দ্রুত প্রণয়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।