অভিযোগের তিন ঘন্টার মধ্যেই পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

0

আছাদুজ্জামান খন্দকারঃ
মাদক সেবনে বাধা দেওয়ায় দুই কৃষকের কয়েকটি কলাগাছসহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় একটি খড়ের গাদা। এছাড়াও তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগের তিন ঘন্টা যেতে না যেতেই অভিযুক্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়নের মধ্য নারান্দী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মধ্য নারান্দী গ্রামের জসিম উদ্দিনের ছেলে সেলিম (৩৮), আবদুল মান্নানের ছেলে রাজা (২৬), বোরহান উদ্দিনের ছেলে জীবন মিয়া (২৫), সুরুজ আলীর ছেলে আবদুল আউয়াল (২২) ও শরীফ মিয়ার ছেলে রিয়াদ মিয়া (২০)।

তাদের আগামীকাল সোমবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সারোয়ার জাহান।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মধ্য নারান্দী গ্রামের জসিম উদ্দিনের ছেলে সেলিম, মান্নানের ছেলে রাজা ও রানা, আবুল হোসেনের ছেলে আনার, আবদুল আউয়ালের ছেলে শ্রাবন ও মাছুম মিয়ার ছেলে রাজু দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ব্যবসা করে আসছিল। একই এলাকার আবদুল আউয়াল ও আবদুল কাইয়ূম মাদক সেবন ও ব্যবসায় বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সেলিমের নেতৃত্বে রাজা, রানা, আনার, শ্রাবন ও রাজুসহ ১০/১২জন মাদক কারবারি শনিবার দিবাগত রাতের কোন এক সময় আবদুল আউয়ালের ৪০/৫০টি গলাগাছ কেটে ফেলে। এছাড়া একই সময় আবদুল কাইয়ূমের একটি খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেয় মাদকসেবীরা। এ ঘটনায় আজ রবিবার দুপর আড়াইটার দিকে ৬জনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আবদুল আউয়াল। এ অভিযোগের ভিত্তিতে একই দিন বিকেল ৫টার দিকে অভিযানে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর তাৎক্ষনিক অভিযানে নেমে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share.