পাকুন্দিয়ায় মামাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মামাকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার দুপুরে নিহত আফজাল হোসেন রায়হানের(৩২) স্ত্রী রহিমা খাতুন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় মামলাটি দায়ের করেছেন। মামলায় দুজনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার মকসুদপুর গ্রামের শাহাবুদ্দীনের ছেলে ভাগ্নে জাহিদুল ইসলাম মহসিন(২২) ও তার সহযোগী একই গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে আল ইসলাম(১৯)। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ(অঃদাঃ) নাহিদ হাসান সুমন। এদিকে ঘটনার ২৪ ঘন্টা পার হলেও এখনও হত্যার ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

জানা যায়, গত দুই-তিন মাস ধরে মায়ের পাওনা সম্পত্তি নিয়ে মামা রায়হানের সঙ্গে ভাগ্নে মহসিনের বিরোধ চলছিল। এ নিয়ে একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এর জেরে বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ভাগ্নে মহসিন আল ইসলাম নামে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে পোড়াবাড়ীয়া গ্রামে মামার বাড়িতে যান। মামা রায়হান তখন বাড়ির উত্তর পাশে একটি টিউবওয়েলে ওযু করছিলেন। সেখানে মহসিন তার মামার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মহসিন ছুরি দিয়ে রায়হানের বুকের মাঝ বরাবর উপর্যপুরি দুটি আঘাত করে। রায়হানের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে মহসিন ও আল ইসলাম পালিয়ে যায়। এলাকাবাসী রায়হানকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ(অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) নাহিদ হাসান সুমন বলেন, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যেই মহসিনসহ অপর আসামিকে গ্রেফতার করতে সক্ষম হবো।

Share.