আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুবলীগ-ছাত্রলীগের ৬নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসদর ঈদগাহের সামনে উপজেলা যুবলীগ-ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা ঘন্টাব্যাপি এ কর্মসূচী পালন করে।
এসময় বক্তব্য রাখেন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, জেলা পরিষদের স্থানীয় সদস্য ও সাবেক চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো.হাদিউল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো.হেলাল উদ্দিন ও সাবেক ছাত্রলীগ নেতা মুহিবুল্লাহ পিয়াস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও সাবেক এমপি অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিন টাকার বিনিময়ে জামাত-বিএনপির কিছু লোকদের উপজেলা আওয়ামীলীগের সদস্য বানিয়েছে। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের ত্যাগী নেতাদের মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করে দলটিকে ধ্বংস করছে। এর অংশ হিসেবে সম্প্রতি উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মো.ফরিদুজ্জামান, সদস্য হাবিবুর রহমান হাবু, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আরমিন ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন পাপ্পুসহ যুবলীগ-ছাত্রলীগের ৬-৭জন নেতার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। দ্রুত এ মামলা প্রত্যাহার না করলে তৃণমূল আওয়ামীলীগকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুমকি দেন নেতারা।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও সাবেক জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিন ও বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে আসছে। এর জেরে গত ১৩অক্টোবর রবিবার বেলা ২টার দিকে উপজেলা আওয়ামীলীগের সদস্য মো.মকবুল হোসেন ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো.মাহবুবুর রহমানের ওপর হামলা চালানো হয়। মো.মকবুল হোসেন ও মাহবুবুর রহমান সাবেক জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিনের অনুসারী। হামলার এ ঘটনায় মো.মকবুল হোসেন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় ১৫লাখ টাকা ছিনতাইয়ের মামলা দায়ের করেন উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের একাংশের ৬নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করছে যুবলীগ-ছাত্রলীগের একাংশের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।