স্টাফ রিপোর্টারঃ
চলমান লক ডাউনের বিধি নিষেধের মধ্যেই কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যুদ্ধাপরাধী অভিযোগে আওয়ামী লীগের আহ্বায়কের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ দুপুর ১২ টায় পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে তাদের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের নবঘোষিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনকে একজন যুদ্ধাপরাধী মামলার আসামী উল্লেখ করে উক্ত কমিটি বাতিলের দাবী করা হয়।
এর আগে পাকুন্দিয়ায় একই দাবীতে গত ২৩ ও ২৪ জুলাই বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন এবং সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে আধা ঘন্টাব্যাপী কর্মসূচি চলাকালে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম ছাড়াও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম- আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বক্তব্য রাখেন।
কর্মসূচিতে কয়েক শত নেতা-কর্মী অংশগ্রহণ করলেও তাদেরকে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করতে দেখা গেছে। মাস্ক পরিধান ও সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি পালন নিয়ে নেতা-কর্মীদেরকে তোয়াক্কা করতে দেখা যায়নি। খবর পেয়ে উপজেলা নির্বাহি অফিসারের দায়িত্বরত সহকারী কমিশনার (ভুমি) এ.কে.এম লুৎফুর রহমান পুলিশ নিয়ে সমাবেশস্থলে যান এবং সমাবেশ বন্ধ করতে বলেন। দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশ শেষ হয়।
ঈদের পরদিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করে এক সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।