পাকুন্দিয়ায় যুবদলের কমিটি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা যুবদলের কমিটি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মঠখোলা বাজারে তৃণমূল যুবদলের ব্যানারে এ বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এছাড়াও এসময় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আবদুল খালেক হাওলাদারের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

এ উপলক্ষে বিকেল ৫টার দিকে উপজেলার মঠখোলা বাজারের সুমন সিনেমা হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, বুরুদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আলামিন, এগারসিন্দুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রহিম, বুরুদিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জীবন, যুবদল নেতা সিদ্দিক, সুমন ও রবিউল প্রমুখ। পরে কেন্দ্রীয় যুবদল নেতা আবদুল খালেক হাওলাদারের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

পথসভায় বক্তারা বলেন, গত ২০সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পাকুন্দিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি বাতিল করে কেন্দ্রীয় কমিটি। এ কমিটি ভাঙতে সহায়তা করেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টীমের প্রধান আবদুল খালেক হাওলাদার। তিনি উৎকোচের বিনিময়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল বুঝিয়ে এ কমিটি ভাঙতে সহায়তা করেন। তাই আজকের এই কর্মসূচী থেকে আবদুল খালেক হাওলাদারের বিচার দাবি করছি। অবিলম্বে কমিটি পুনর্বহাল করতে কেন্দ্রীয় কমিটির নেতাদের প্রতি জোর দাবি করছি।

Share.