পাকুন্দিয়ায় রাতের আঁধারে ক্ষেতের ধান কেটে নিলো দুর্বৃত্তরা

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে এক কৃষকের ক্ষেতের আধাপাকা ধান কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে পৌর এলাকার শ্রীরামদী গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক মো. লুৎফুর রহমান এ ঘটনায় আজ বুধবার বিকেলে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, বাড়ির জমিজমা নিয়ে লুৎফুর রহমানের সঙ্গে একই বাড়ির শফিকুল ইসলামের দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশ দরবার হয়েছে। কোন সমাধান দিতে পারেননি মাতব্বররা। এর জেরে মঙ্গলবার রাতে ২০ শতাংশ জমির আধাপাকা ধানগাছসহ ৩০-৪০টি কলাগাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।

লুৎফুর রহমানের দাবী, তার ২০ শতাংশ খেতের আধাপাকা সব ধান ও একই খেতের কিনারে থাকা ৩০-৪০টি কলাগাছ কেটে ফেলা হয়েছে। এতে তার প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে। শফিক, আশিক ও তার লোকজন মিলে ধান ও কলাগাছ কেটেছেন বলে অভিযোগ করেছেন লুৎফুর রহমান।

পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share.