পাকুন্দিয়ায় শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনুর রহমানকে মারধর করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার সকালে উপজেলার কোদালিয়া এলাকায় পাকুন্দিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে স্থানীয় এলাকাবাসি।

বক্তারা বলেন, পাকুন্দিয়া উপজেলার ১০৬নং শৈলজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র বিষয় নিয়ে স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সাথে জমিদাতা আলা উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

এরই জেরে গত ১০ অক্টোবর সকাল সাড়ে ১০টার সময় স্কুল চালাকালিন জমিদাতার দুই ছেলে মোস্তাফিজুর রহমান ও মাহফুজুর রহমান অফিস কক্ষের সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করায় সহকারী শিক্ষক শাহিনুর রহমানকে বেধড়ক মারধর করে। ঘটনার পর পাকুন্দিয়া থানায় সাধারণ ডায়রী করেছেন ভুক্তভোগী শিক্ষক। দ্রুত এর সুষ্ঠু বিচার দাবি করেছেন এলাকাবাসি।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সারোয়ার জাহান বলেন, ভুক্তভোগী শিক্ষক সাধারণ ডায়রী (ডায়রী নং-৪৬০) করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত থেকে নির্দেশনা পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.