আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শোক ও শ্রদ্ধায় তিন বারের সাবেক এমপি একেএম শামসুল হক গোলাপ মিয়ার ২২-৩ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বিকেলে উপজেলার জাঙালিয়া ইউনিয়নে তাঁর নিজ বাড়ি প্রাঙণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম শামসুল হক গোলাপ মিয়া মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
দোয়া মাহফিলের আগে বীর মুক্তিযোদ্ধা তাহের উদ্দিন মাস্টারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শামসুল হক গোলাপ মিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু, জাঙালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, জাঙালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি আবদুল হাকিম, উপজেলা আওয়ামীলীগ নেতা মতিউর রহমান, ও প্রয়াত শামসুল হক গোলাপ মিয়ার ছেলে একেএম দিদারুল হক। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মরহুম শামসুল হক গোলাপ মিয়া একজন আদর্শ রাজনীতিবিদ ছিলেন। তিনি তাঁর সততার মাধ্যমে এখনো সাধারণ মানুষের হৃদয়ে আছেন। এমপি ও আওয়ামীলীগের বড় পদে দায়িত্ব পালন করলেও অনিয়ম, দুর্নীতি তাঁকে ছুতে পারেনি। একজন ন্যায়, নিষ্ঠাবান নেতা হিসেবে তিনি সব মহলে প্রশংসা কুড়িয়েছেন। তাইতো মারা যাওয়ার দীর্ঘ ২২ বছরেরও তাকে ভুলেনি সাধারণ মানুষ। তিনি তাঁর সততার মাধ্যমে যুগযুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। আসুন আমরা সবাই তাঁর জীবন আদর্শকে লালন করি। তবেই রাজনীতিতে শৃঙ্খলা ফিরে আসবে। সংগঠন শক্তিশালী হবে।
আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।