পাকুন্দিয়ায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ওসির মতবিনিময়

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. নাহিদ হাসান সুমনের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবনিযুক্ত ওসি নাহিদ হাসান সুমন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, উপজেলার আইনশৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা রক্ষায় সার্বক্ষণিক কুইক রেসপন্স করে মাদক, জুয়া, চুরি, ছিনতাই, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে সচেষ্ট থাকব। মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের আহবান জানান তিনি। পুলিশ ও সাংবাদিক মিলে মিশে কাজ করলে সমাজ থেকে অনেক অপরাধ দমন করা সহজ হবে।

এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকার, সহ-সভাপতি তরীকুল হাসান শাহীন, মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক তানভীর হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক রাজন সরকার, অর্থ সম্পাদক মুহিবুল্লাহ বচ্চন, দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন হৃদয়, প্রচার সম্পাদক দিলিপ রবিদাস, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুঞ্জুরুল হক মুঞ্জু, সাধারণ সম্পাদক আফছর উদ্দিন আশরাফী, সাংগঠনিক সম্পাদক আগুন আমিন, সদস্য ওয়াজেদ নবী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল হান্নান, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান মুক্তার, কোষাধ্যক্ষ আবু হানিফসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ।

নবনিযুক্ত ওসি নাহিদ হাসান সুমন নেত্রকোণার মদন উপজেলার বালালী গ্রামের মোহাম্মদ এলাই মিয়ার পুত্র।। তিনি আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি শেষে ২০১০ সালে পুলিশের এসআই হিসেবে যোগদান করেন। চাকুরী জীবনে তিনি কিশোরগঞ্জ, নারায়নগঞ্জ, নরসিংদী জেলার বিভিন্ন থানায় সুনামের সহিত কর্মরত ছিলেন। ২০১৮ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পেয়ে কিশোরগঞ্জ জেলার কমিরগঞ্জ থানায় যোগদান করেন। পরে বদলী হয়ে পাকুন্দিয়া থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে যোগদান করেন। সেখান থেকে পদোন্নতি পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পাকুন্দিয়া থানাই যোগদান করেন। চাকুরীর স্বীকৃতি স্বরূপ তিনি ৮ম বার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) এবং ২০২০ সালে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

Share.