স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদি উপজেলার বিভিন্ন এলাকার সাড়ে চার শতাধিক গরিব ও দুস্থ নারী পুরুষদের মধ্যে ঈদ উপহার স্বরূপ শাড়ি লুঙ্গী বিতরণ ও ২৫ জনকে স্বাবলম্বী করার লক্ষে সেলাই মেশিন বিতরণ করেছেন ঝর্ণা জামান ইন্টারন্যাশনাল লিঃ এর পরিচালক, ঢাকাস্থ কটিয়াদী, পাকুন্দিয়া সম্মিলিত যুব পরিষদ ( কিশোরগঞ্জ -২) এর সাধারণ সম্পাদক, ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশনের আয়কর আইনজীবি অ্যাডভোকেট এনামুল হাসান।
ব্যক্তিগত উদ্যোগে প্রতিবছর ঈদ সহ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ করে থাকেন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এ খুশি গরিব-দুঃখী সবাই যেন সমানভাবে উপভোগ করতে পারে সে লক্ষ্যে ঈদের আগে শাড়ি, লুঙ্গি ও নগত টাকা বিতরণ করে থাকেন তিনি। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষ কে সহযোগিতা করেন তিনি এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে সহযোগিতা করে থাকেন তিনি।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার সুখিয়া ইউনিয়নের গোয়াল টেক গ্রামের নিজ বাসভবনে শাড়ি, লুঙ্গি, সেলাই মেশিন বিতরণ করেন অ্যাডভোকেট এনামুল হাসান।
এসময় অ্যাডভোকেট এনামুল হাসান বলেন, প্রতি বছরের মতো এবছর পবিত্র ঈদুল ফিতরের আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্যই আমার ব্যাক্তিগত ঈদ উপহার দেওয়া হচ্ছে। এটা শুধু একটা শাড়ি লুঙ্গি বা কিছু টাকা নয়, এর মাধ্যমে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। এতে করে আমি ঈদের আনন্দ খুঁজে পাই। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।