স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রূপ বৈচিত্রের ধারক-বাহক সিংগুয়া নদী রক্ষার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২ডিসেম্বর) সকালে উপজেলার পুলের ঘাট বাজারে ভৈরব-ময়মনসিংহ হাইওয়ে রুটে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে নদী বিষয়ক পত্রিকা রিভার বাংলা।
মানববন্ধনে বক্তারা বলেন, শুধু কিশোরগঞ্জ জেলা নয় আশ পাশের অনেক জেলার মানুষের জীবিকা নির্বাহের জন্য একসময় এই নদীর ভূমিকা ছিল অপরিসীম। তাই সিংগুয়া নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দূষণ প্রতিরোধ, খনন ও নৌ চলাচলের জন্য উচু ব্রিজ নির্মানের দাবি করেন বক্তারা।
এসময় সমাজকর্মী রুহুল আমিনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ, জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান রুমি, সমাজ সেবক জিয়াউল বাতেন, প্রভাষক একরাম হোসেন মানিক প্রমুখ।