আছাদুজ্জামান খন্দকারঃ
কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকারী দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নসহ সাত দফা দাবী নিয়ে গণঅনশন কর্মসূচী পালন করেছে হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন সংগঠন।
আজ শনিবার (২২ অক্টোবর) সকালে পাকুন্দিয়া প্রেসক্লাবের সামনে পাকুন্দিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবানে এই কর্মসূচি পালিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচী পালিত হয়। এদিকে পাকুন্দিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।
কর্মসূচীর মধ্যে রয়েছে ১. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, ২. বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, ৩. দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, ৪. জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, ৫. অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন, ৬. পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইন যথাযথ বাস্তবায়ন, ৭. সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।
পাকুন্দিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্তরঞ্জন বর্মনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক দিলিপ রবিদাসের সঞ্চালনায় এতে অন্যদের বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাজন সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন সূত্রধর, উপজেলা হরিজন ঐক্য পরিষদের সহ-সভাপতি কাজল বাশফোর প্রমুখ।