পাকুন্দিয়া আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ

0

মিজানুর রহমানঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগে ফের উত্তেজনা দেখা দিয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাটুয়াভাঙা দরগা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার সকালে ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে আওয়ামীলীগের একাংশের নেতাকর্মীরা।

বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ময়মনসিংহ-ভৈরব সড়কের পুলেরঘাট বাজারে টায়ার জ¦ালিয়ে অবরোধ কর্মসূচী পালন করে বর্তমান সাংসদ ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ সমর্থিত আ.লীগের নেতাকর্মীরা। এসময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাবেক সাংসদ অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করে ৬৭সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা আওয়ামীলীগ। এ কমিটিকে প্রত্যাখান করে তা বাতিল চেয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালন করে আসছে বর্তমান সাংসদ নূর মোহাম্মদ সমর্থিত নেতাকর্মীরা। এদিকে শনিবার সকালে সোহরাব উদ্দিন দরগা বাজার সংলগ্ন তাঁর নিজ বাসভবনে নবগঠিত কমিটির প্রথম কার্যনির্বাহী সভার আয়োজন করেন। এ সভাকে কেন্দ্র করে সাংসদ নূর মোহাম্মদ সমর্থিত নেতাকর্মীরা ময়মনসিংহ-ভৈরব আঞ্চলিক সড়কের পুলেরঘাট বাজারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ার জ¦ালিয়ে সড়ক অবরোধ করে রাখেন। প্রায় ঘন্টাব্যাপী অবরোধে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ উপস্থিত ঘটনাস্থলে হয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে কার্যনির্বাহী কমিটির সভাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় দরগা বাজারে সাবেক সাংসদ অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিন ও বর্তমান সাংসদ নূর মোহাম্মদ সমর্থিত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৮-১০জন আহত হয়। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সাংসদ নূর মোহাম্মদ সমর্থিত জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ বলেন, বিতর্কিত ব্যক্তিকে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও এ কমিটিতে বিএনপি ও জামায়াত-শিবিরের চিহ্নিত লোকজনদের রাখা হয়েছে। আমরা এ কমিটি ঘৃণাভরে প্রত্যাখান করছি। অবিলম্বে বিতর্কিত এ কমিটি বাতিলের দাবি জানাচ্ছি। এ কমিটি বাতিল না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে।

এ ব্যাপারে সাবেক সাংসদ ও নবগঠিত উপজেলা আ.লীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিন বলেন, আমি আমার বাড়িতে নতুন কমিটির মিটিং ডেকেছি। শুক্রবার সন্ধ্যায় বর্তমান সংসদ সদস্যের লোকজন এসে আমার বাড়িতে হামলা করেছে। আমার এলাকার লোকজন বাঁধা দিলে তাঁরা সংঘর্ষ বাধায়। আমি উপজেলা আ.লীগের সভাপতি হয়েছি সেটা বর্তমান সংসদ সদস্য ভালো চোখে দেখছেন না। আমিও এ উপজেলার চেয়ারম্যান ছিলাম, সংসদ সদস্য ছিলাম। আমার বাড়িতে এসে হামলা করেছে তাঁরা, আমি এ ঘটনায় হতবাক।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সারোয়ার জাহান বলেন, সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

Share.