আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের নব-গঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সাংসদের পর এবার মাঠে নেমেছেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তাঁর পক্ষের নেতাকর্মীদের নিয়ে এক সমাবেশ করেন তিনি। সমাবেশে নব-গঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিনকে বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠনের দাবি জানান তিনি।
এর আগে গত ২৩ ও ২৪জুলাই স্থানীয় সংসদ নূর মোহাম্মদের পক্ষ সমর্থক নেতাকর্মীরা নব-গঠিত ওই কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিনকে বাতিলের দাবিতে বিক্ষোভ-মিছিল, সমাবেশ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে। ২৬জুলাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে মুক্তিযোদ্ধা নেতারাও অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে বাতিলের দাবিতে মানববন্ধন করে। ১৪দিন পর এবার পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্মআহ্বায়ক মো.রফিকুল ইসলাম রেনু নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিনকে বাতিলের দাবি জানিয়ে সমাবেশ করেছেন।
সমাবেশে উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু বলেন, ‘দীর্ঘ ২১বছর পর নেতাকর্মীরা আশা করেছিলেন সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কিন্তু গত ২২জুলাই হঠাৎ করে রাতের আঁধারে জেলা কমিটির কার্যনির্বাহী কমিটির সভা ডেকে সোহ্রাব উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। যে সোহরাব উদ্দিন এমপি থাকাকালীন আওয়ামীলীগের শতশত নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। রাতে নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। যে সোহরাব উদ্দিন আওয়ামীলীগের ডাকা সভার মঞ্চ ভাঙচুর করেছে। আমরা তাঁকে আহ্বায়ক হিসেবে মানি না, মানব না। তাঁকে বাদ দেওয়া না পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’
সমাবেশে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম, সাবেক পৌরকাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ, আওয়ামীলীগ নেতা সাঈদুল হক জানু, বরাটিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আসাদ উল্লাহ, মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, সুলতান উদ্দিন, জনাব আলী দুদু, মাইজ উদ্দিন, সোহরাব উদ্দিনসহ দুই শতাধিক নেতাকর্মী।
প্র্রসঙ্গত, ২০০০সালের ১৮আগস্ট এএফএম উবায়দুল্লাহকে আহ্বায়ক করে পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের ৭৩সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রায় ২১বছর পর ফের গত ২২জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট মো.সোহ্রাব উদ্দিনকে আহ্বায়ক করে এক সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করে জেলা কমিটি। এরপর থেকে পাকুন্দিয়ায় এ কমিটি বাতিলের দাবিতে দফায় দফায় আন্দোলন চলছে।