পাকুন্দিয়া উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চুন্নু

0

স্টাফ রিপোর্টারঃ

আগামী ৮মে অনুষ্ঠিত হতে যাওয়া পাকুন্দিয়া উপজেলা পরিষদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন হেলিকপ্টার প্রতিকের প্রার্থী এ কে এম হাবিবুর রহমান (চুন্নু)। তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছিলেন। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে তার কর্মী সমর্থকদের এ সিদ্ধান্ত জানান।

হাবিবুর রহমান চুন্নু বলেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে হেলিকপ্টার মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম।ব্যক্তিগত অসুবিধার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।সোমবার বিকেলে আমার নেতাকর্মীদের ডেকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।

উল্লেখ্য, ১ম ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ১৫২ উপজেলা পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।পাকুন্দিয়া উপজেলায় ২ লাখ ২৪ হাজার ৬৬৯জন ভোটার রয়েছে।যেখানে চেয়ারম্যান পদে ৫জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন নির্বাচন করছেন।

তারা হলেন, চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু (মোটরসাইকেল), প্রয়াত একেএম শামছুর হক গোলাপ মিঞা’র ছেলে একেএম দিদারুল হক (দোয়াত কলম), উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মকবুল হোসেন (কৈ মাছ), উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম হাবিবুর রহমান চুন্নু (হেলিকপ্টার) এবং পদত্যাগকারী ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন (আনারস)। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে পুরুষ বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ জুয়েল (মাইক), সাবেক ভাইস চেয়ারম্যান একেএম ফজলুল হক বাচ্চু (তালা) এবং কলেজ শিক্ষক আতাউর রহমান সোহাগ (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইসচেয়ারম্যান শামসুন্নাহার বেগম আপেল (কলস) এবং উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোঃ ললিতা বেগম বিথী (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Share.