পাকুন্দিয়া উপজেলা পরিষদের সামনে থেকে অটোরিকশা স্ট্যান্ড সরানোর সিদ্ধান্ত

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদ গেইটের সামনে অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা স্ট্যান্ডকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। আজ রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে পাকুন্দিয়া উপজেলা পরিষদের সামনে থেকে পাকুন্দিয়া থানার সামনে পর্যন্ত এলাকায় কিশোরগঞ্জ-পাকুন্দিয়া মহাসড়কে অবৈধভাবে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। এছাড়া সড়কের দুপাশে ছোট ছোট যানবাহন রাখা হচ্ছে। ফলে এসব স্থানে মারাত্মক যানজটের সৃষ্টি হচ্ছে। এতে উপজেলা পরিষদ, থানা, হাসপাতাল ও পাকুন্দিয়া বাজারে বিভিন্ন কাজ নিয়ে আসা যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাচ্ছে। উপজেলা পরিষদ ও থানা গেইট এলাকা থেকে এসব গাড়ির স্ট্যান্ড অতি দ্রæত সরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়ে সভায় বক্তব্য দেন-নারান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামসহ কয়েকজন সদস্য। তাঁদের এ বক্তব্যের ওপর বিস্তারিত আলোচনা শেষে সভায় সর্বসম্মত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু, ভাইস-চেয়ারম্যান হারুন- অর-রশীদ জুয়েল, মহিলা ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.শারমিন শাহনাজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সারোয়ার জাহান, পাকুন্দিয়া মহিলা আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো.মোজাম্মেল হক, পাটুয়াভাঙা ইউপি চেয়ারম্যান মো.শাহাব উদ্দিন, চÐিপাশা ইউপি চেয়ারম্যান মো.শামছুদ্দিন ও জাঙালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, চরফরাদী ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু ও উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজলিন শহীদ চৌধুরী বলেন, এবিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে পাকুন্দিয়া থানার ওসিকে বলা হয়েছে।

Share.