পাকুন্দিয়া প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ জাতীয়তাবদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, কেককাটা, আলোচনা সভা আয়োজন করা হয়। এতে পৌর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
র্যালী শেষে রাত ৮ টায় পৌরসদরের বরাটিয়া চৌরাস্তা বাজারে আয়োজিত আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা সাবিয়াত হোসেন তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সহ- সভাপতি মো মহিবুর রহমান মামুন।
উপজেলা ছাত্রদলের নেতা মেহেদী হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন হোসেন্দী ইউনিয়ন বিএনপির সদস্য ও উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানবীর হক আনাস, জেলা প্রজন্ম দলের সভাপতি সুজন আহমেদ পৌর শ্রমিক দলের সভাপতি পার্থী ছোটন, শ্রমিক নেতা আরিফ, আপন প্রমুখ। আলোচনা সভা শেষে বরাটিয়া চৌরাস্তা বাজারে ছাত্রদলের অফিস উদ্ভোধন করা হয়।