স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে দুই কেজি গাঁজাসহ মোঃ সুজন মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে নগদ ১৫হাজার টাকা ও একটি মোবাইল উদ্ধার করা হয়। আটক সুজন মিয়া পাকুন্দিয়া উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরকাওনা গ্রামের মৃত হালিম উদ্দিনের ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিএন এম শোভন খান জানান, মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ অর্থ ও মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয়ের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।