পাকুন্দিয়া থেকে পাচারের সময় ৫০ বস্তা ডিএপি সার উদ্ধার

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা থেকে পাচার করার সময় সরকারি ৫০ বস্তা ডিএপি সার উদ্ধার করেছে উপজেলা কৃষি বিভাগ। আজ সোমবার বিকেলে পাকুন্দিয়া পৌর বাজার এলাকায় একটি টমটম থেকে এ সারগুলো উদ্ধার করা হয়।

পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি অফিস জানতে পারে, একটি কালোবাজারি চক্র সরকারিভাবে আমদানি করা ডিএপি সার পাকুন্দিয়া উপজেলা থেকে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলায় পাচার করা হচ্ছে। পরে উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ আলম ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সামাদ পাকুন্দিয়া পৌর বাজার এলাকায় পাকুন্দিয়া-মঠখোলা পাকা সড়কের পাশ থেকে সারভর্তি টমটমটিকে আটক করে। এ সময় টমটম থেকে সরকারি ৫০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নুর এ আলম বলেন, সরকারিভাবে এসব সারের কোনো বরাদ্দ ছিল না। একটি কালো বাজারি চক্র পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাজার থেকে ডিএপি ৫০ বস্তা সার সংগ্রহ করে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলায় পাচার করছিল। সারগুলো জব্দ করে আমাদের হেফাজতে নিয়ে আসা হয়। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় জব্দ করা সারগুলো প্রকাশ্য নিলামে বিক্রি করে দেওয়া হবে।

Share.