স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে র্যাবের অভিযানে মোঃ সায়েদুল ইসলাম (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ী ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের ছামির উদ্দিনের ছেলে। উপজেলার পুলেরঘাট বাজার এলাকা থেকে আটক করা হয়।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিএন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সায়েদুল ইসলামের কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় মাদক ক্রয় বিক্রয়ের কথা জানার পর তার উপর র্যাবের গোয়েন্দা নজরদারী চালানো হয়। এই তথ্যের সত্যতা পাওয়ায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয় করে আসছে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											