স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে খোলা বাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে কালোবাজারে পাচারকালে ট্রাকভর্তি ১৮০ বস্তা ইউরিয়া সার আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় জেলার করিমগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ইউরিয়া সার বোঝাই ট্রাকটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা গেছে, এক শ্রেণির অসাধু ব্যবসায়ীগণ খোলা বাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন ডিলারদের কাছ থেকে এসব সার সংগ্রহ করে কালোবাজারে পাচার করে থাকেন। অপরদিকে, কিশোরগঞ্জের বাফার গুদামে যোগাযোগ করা হলে গুদাম কর্মকর্তার দেয়া তথ্যানুযায়ী সোমবার দিন করিমগঞ্জের যে দু’জন ডিলার সার উত্তোলন করে নিয়ে গেছেন। তবে রহস্যজনক বিষয় হলো অন্য এক ডিলারের নাম ব্যবহার করে বৈধ সার দেখানোরও চেষ্টা চালায় একটি সার কালোবাজারি চক্র।
করিমগঞ্জ থানার ওসি মো: মিজানুর রহমান জানান, সারগুলো বর্তমানে কৃষি অফিসের জিম্মায় রয়েছে। করিমগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মোকশেদুল হকের সঙ্গে কথা হলে তিনি দাবি করেন, বর্তমানে তিনি কিশোরগঞ্জ জেলার বাইরে একটি ট্রেনিং এ রয়েছেন। এজন্য আটক ইউরিয়া সার গুলো অবিক্রিত ও নিরাপদ রাখতে একজন ডিলারের জিম্মায় দেওয়া হয়েছে। তিনি ট্রেনিং থেকে ফিরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবেন।
কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামার বাড়ি)’র উপপরিচালক মোহাম্মদ আবদুস সাত্তার জানান, এমন ইউরিয়া সার আটকের কথা তিনি শুনেছেন। এ ঘটনায় তিনি তদন্ত কমিটি গঠন করে পাচারের ঘটনার প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।