পুলিশের উপর হামলার মামলায় ছাত্রদলের সভাপতি মারুফসহ ২ জন কারাগারে

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের উপর হামলার (পুলিশ এসল্ট) মামলায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ২ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ সায়েদুর রহমান খানের আদালতে মামলার ১৩ আসামির জামিন শুনানি শেষে বিচারক ২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন বাকী ১১ জনকে জামিন প্রদান করেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও মিঠামইন উপজেলা ছাত্রদল নেতা তরিক মোমেন।

মামলার বিবরণ জানা গেছে, গত ১৮ জুলাই দুপুরে জেলা শহরের রথখলা এলাকায় বিএনপির পূর্বঘোষিত পদযাত্রায় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। পরদিন ১৯ জুলাই সকালে সদর মডেল থানার এসআই ফজলুর রহমান বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

সরকারি কাজে বাধা দেওয়ায় পুলিশ বাদী হয়ে সদর থানায় জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন ও জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান পার্নেল, জেলা ছাত্রদলের সভাপতি মারুফসহ ১৯ জনের নামে মামলা করেন। ১৯ আসামির মধ্যে  বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে ১৩ জন হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত ওই জামিন আবেদনের শুনানি শেষে ২ জনকে কারাগারে এবং ১১ জনকে জামিন প্রদান করেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন জানান, আজকে আদালতে আমরা ১৩জন হাজির হয়ে জামিন আবদেন করলে ১১জনের জামিন মঞ্জুর করে আদালত। জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও জেলা ছাত্রদল নেতা তরিক মোমেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। অবিলম্বে আমরা তাদের মুক্তি চাই।ৎ

আসামি পক্ষের আইনজীবী কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন জানান, ১৯ জন আসামীর মধ্যে ১৩ জন আদালতের উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করেন আদালত দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে। আমরা সবসময়ই ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি।

এসময় আদালতে জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাহার মিয়া, পাকুন্দিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন (ভিপি কামাল)সহ শতাধিক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.