নিউজ ডেস্কঃ
ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়ার পর থেকেই রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লেরেনটিনো পেরেজের নজর এমবাপ্পের দিকে। এমবাপ্পেকে পেতে পিএসজিকে এবার ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। কিন্তু এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পিএসজি।
আগামী গ্রীষ্মে এমবাপ্পের চুক্তি শেষ হবে। ২২ বছর বয়সী এ তারকা চুক্তি নবায়ন করবেন না তা সাফ জানিয়ে দিয়েছেন। তবে পিএসজি আশায় আছে, লিওনেল মেসির চুক্তিতে এমবাপ্পের মন গলতেও পারে। মাঠে নেমে যদি দুই তারকার রয়াসন জমে যায় তাহলে নিশ্চিতভাবেই এমবাপ্পে সিদ্ধান্ত পাল্টাবেন। তবে এসব নিয়ে দুই ক্লাবের কেউই মুখ খুলছে না।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											