পেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেলের ফ্রি চিকিৎসা ক্যাম্প

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে সার্জারী, গাইনী, অর্থোপেডিক্স, মেডিসিন, চক্ষু ও দন্ত রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) জেলার করিমগঞ্জ উপজেলার দেহুন্দা উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল।

সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা মেডিকেল ক্যাম্পে ৬০০ রোগীকে চিকিৎসা প্রদান ও ২০০ রোগীকে বিভিন্ন অপারেশনের জন্য মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের জন্য সার্বিক সহযোগিতা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন বাচ্চু ও দেহুন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হানিফ।

Share.