স্টাফ রিপোর্টারঃ
১৯৭৫ সনের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ডের পর স্তব্ধতা ভেদ করে তাৎক্ষনিক প্রতিবাদ হয়েছিল কিশোরগঞ্জে। এই দিনটিকে স্মরণ করে মঙ্গলবার (১৫ আগষ্ট) “আমরা – একাত্তর” কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে সেই প্রতিবাদী বীরদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা হাবীবুর রহমান মুক্তুর সভাপতিত্বে স্থানীয় একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “আমরা একাত্তর” কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী হিলাল ফয়েজী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভোমিক দোলন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক সরকার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুন্নবী বাদল।
আলোচনা শেষে প্রতিবাদকারী ২০ জনের মধ্যে ১১ জন স্বশরীরে উপস্থিত থেকে এবং বাকি ৯ জন পরিবারের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করে।