প্রথমবারের মতো মক্কা ও মদীনায় নারী কর্মকর্তা নিয়োগ

0

নিউজ ডেস্কঃ
ইতিহাসে প্রথমবারের মতো মক্কা ও মদীনার দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানকারী দফতর রিয়াসা শুউন আল-হারামাইনের সহকারী প্রধান হিসেবে দুই নারীকে নিয়োগ দেয়া হয়েছে।

শীর্ষপদে নিয়োগ প্রাপ্ত দুই নারী হলেন ড. ফাতেমা আল-রাশুদ ও ড. আল-আনুদ আল-আবুদ। ড. ফাতেমা আল-রাশুদ দফতরের নারী বিষয়ক সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। আর ড. আল-আনুদ আল-আবুদ নারী উন্নয়ন বিষয়ক সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে বলেছে, গত রবিবার রিয়াসা শুউন আল-হারামাইনের প্রধান ও মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ আবদুর রহমান আল-সুদাইস এই নিয়োগ দেন। পবিত্র নগরী মক্কায় ওমরাহ ও হজ করতে আসা এবং মদিনায় জিয়ারতকারী নারীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়।

Share.