স্টাফ রিপোর্টারঃ
প্রথম সূর্যের আলোয় কিশোরগঞ্জে নানা আয়োজনে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার ভোরে সূর্য উঠার সাথ সাথেই জেলা শহরের নরসুন্দা নদী তীরের মুক্তমঞ্চে কিশোরগঞ্জ বন্ধুসভা প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যতিক্রমী এ আয়োজন করে। এতে সমাজের গণমান্য ব্যক্তিসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।
প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম নৌশাদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বহু প্রতিভার অধিকারী প্রতিবন্ধী খায়রুল আলম ও বৃক্ষ প্রেমিক হোছেন আলমগীরকে প্রথম আলোর পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।
এসময় প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বলেন, আজকের এই প্রথম দিনের প্রথম সূর্যটার সঙ্গে প্রথম আলো পত্রিকাও যেন সূর্যের মতো জেগে উঠেছে। সূর্যের প্রথম আলো থেকে যেই আলো ধারণ করে, সেই আলো প্রথম আলো পত্রিকাও ধারণ করে। সেই আলোটা হলো ন্যায়, সত্য, মানুষের কল্যানে সমাজের চিত্র তুলে ধরা।