প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে মিঠামইনে রাষ্ট্রপতি

0

স্টাফ রিপোর্টারঃ
পাঁচ দিনের সরকারি সফরে কিশোরগঞ্জের মিঠামইনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। আগামী ৩ মার্চ পর্যন্ত তিনি কিশোরগঞ্জে থাকবেন। সোমবার ২৭ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩ টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে কামালপুর গ্রামের সামনে ঘোড়াউত্রা নদীর তীরে হেলিপ্যাডে পৌঁছান রাষ্ট্রপতি। এরপর বেলা পৌনে চার টার দিকে কামালপুর নিজ বাড়ির সামনে গার্ড অব অনার গ্রহণ করেন তিনি। সেখানে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সফরের তালিকায় রয়েছে মিঠামইন, করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদর উপজেলা। রাষ্ট্রপতি’র প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) একদিনের সফরে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সকাল ১০টায় মিঠামইনে নির্মাণাধীন বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন শেষে উপজেলার কামালপুর গ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির উদ্দেশ্যে রওনা করবেন। সেখানে নিজ বাড়িতে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি। পরে দুপুরে খাওয়া-দাওয়া ও বিশ্রাম শেষে বিকেলে মিঠামইন হেলিপ্যাড মাঠে জনসভায় যোগদান করবেন। সভা শেষে সেখান থেকে ঢাকার উদ্যেশে মিঠামইন ত্যাগ করবেন তিনি।

Share.