আব্দুল্লাহ আল সুমন, ঠাকুরগাঁওঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে শাড়ী উপহার পেয়েছে ঠাকুরগাঁওয়ের অসহায় ও দুস্থ ৭৫ জন নারী। আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারীদের মাঝে শাড়ী বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।
গড়েয়া এসসি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের অগ্রযাত্রা শুরু হয়। এখন আর মঙ্গা নেই, অর্থনীতির চাকা সচল হয়েছে, মানুষের সক্ষমতা বেড়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। সবদিকেই আলো ছড়িয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান দুলালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহেল শাহ, মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অপু, প্রচার সম্পাদক কোরবান আলী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক স্বপন কুমার ঘোষ, গ্রন্থণা প্রকাশনা সম্পাদক পলাশ, সদস্য সাইমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, দপ্তর সম্পাদক রুম্মন প্রমুখ।
আলোচনা সভা শেষে গড়েয়া ইউনিয়নের ৭৫ জন অসহায় ও দুস্থ নারীদের মাঝে উপহার হিসেবে শাড়ী বিতরণ করা হয়।