প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে পাকুন্দিয়ায় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৫ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে দিনব্যাপি এ কর্মশালার শুরুতে উপজেলা আইসিটি প্রোগ্রাম অফিসার নুরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ উদ্যোগের উপর একটি প্রামাণ্য চিত্র তুলে ধরা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উদ্যোগে ও পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপি এ কর্মশালার ভার্চুয়ালি উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর বিশেষ ১০ উদ্ভাবনী উদ্যোগের উপর বক্তব্য রাখেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু ও পাকুন্দিয়া পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম আকন্দসহ অন্যান্য অতিথিবৃন্দ।

কর্মশালায় অতিথিরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করাসহ দরিদ্র ও ক্ষুধা মুক্তি, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে প্রয়োজনীয় বিশেষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। যার মধ্যে পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প-২, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর মানসিক বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বৃদ্ধি অন্যতম যা প্রধানমন্ত্রীর উদ্ভাবনী বিশেষ ১০ উদ্যোগ নামে পরিচিত।

কর্মশালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকসহ পাঁচটি গ্রুপে ১০ জন করে ৫০ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ সমূহ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ গ্রহণ ও নতুন সম্ভাবনা চিহ্নিতকরণ এবং উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় বিষয় সমূহ আলোচনাসহ লিখিতভাবে সুপারিশ প্রদান করেন।

Share.