নিউজ ডেস্কঃ
প্রেমিকার মন পাওয়ার জন্য নিজ কিডনি দান করে দিলেন এক যুবক। অবিশ^াস্য হলেও এটাই সত্য। ঘটনাটি মেক্সিকোর। সেখানে উজেল মার্টিনেজ নামের এক যুবক প্রেমে পড়ে প্রেমিকার জন্য সবটুকু উজাড় করে দিয়েছেন।
এতটাই প্রেমে মগ্ন হয়েছিলেন যে প্রেমিকার অসুস্থ মাকে নিজের একটি কিডনিও দান করেছিলেন এক কথায়। প্রেমিকা সেই দান নিয়েছেন। আর ঠিক একমাসের মাথায় দুঃখজনক প্রতিদানও দিয়েছেন। কারণ এতকিছুর পরও প্রেমিকার মন পাননি হতভাগ্য এই যুবক।
কিডনি দানের একমাসের মাথায় উজেলের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে ফেলেন তার প্রেমিকা। একইসঙ্গে অন্য একজনকে বিয়েও করছেন।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											