নিজস্ব প্রতিবেদকঃ
ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বর হামলা, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শনিবার (২২ মে) সকালে সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, ইসরাইলের পক্ষ থেকে যুদ্ধ বিরতি ঘোষনা করার পরও পুনরায় ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা ও নির্যাতন ন্যাক্কারজনক ঘটনা। দ্রুত ইসরাইলের বিরুদ্ধে সারা বিশে^ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এসময় সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি আনিসুর রহমান, জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি প্রমুখ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তো, অধ্যাপক আবুল কাশেম প্রমুখ।