স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বের শান্তিকামী রাষ্ট্র ও জনগণের প্রতি আহ্বান জানান। তারা ইসরায়েলি পণ্য বর্জনসহ তাদের সাথে সব ধরনের সম্পর্ক ত্যাগেরও আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের আহ্বায়ক শেখ সেলিম কবির, কণ্ঠশিল্পী আবুল হাসেম, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফ উদ্দীন আহমেদ লেনিন, একাত্তর টিভি ও আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি আবু তাহের, শিক্ষক জুনায়েদুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই মানববন্ধনে অংশ নেন।