বর্ষীয়ান শত্রুঘ্ন সিনহা অভিনেতা জগতে প্রায় পাঁচ দশক পূর্ণ করেছেন । এ বছরে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস জেতা হয়নি তার
‘বলিউডের অস্কার’তুল্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৬২তম আসরে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে শত্রুঘ্ন সিনহাকে। এ সময় উপস্থিত সব অতিথি ও দর্শকরা দাঁড়িয়ে সম্মান জানান তাকে।
শনিবার (১৪ জানুয়ারি) মুম্বাইয়ে যশরাজ ফিল্মস স্টুডিওতে শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী সিনহা সম্মাননাটি প্রদান করলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। ২৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘আমি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছি। কিন্তু বাবা তা পারেননি। একথা প্রায়ই বলতে ভালো লাগতো তার। আমি খুব খুশি তিনি অবশেষে এটা পেয়েছেন।সময় মঞ্চে ছিলেন বর্ষীয়ান নির্মাতা সুভাষ ঘাই।
তার পাঁচটি কালজয়ী ছবিতে অভিনয় করেছেন শত্রুঘ্ন। এর মধ্যে অন্যতম ‘বিশ্বনাথ’ (১৯৭৮)। এ ছবিতে শত্রুঘ্নর জনপ্রিয় সংলাপ- ‘জালি কো আগ কেহতে হ্যায়, ভুজি কো রাখ কেহতে হ্যায়’ মনে করিয়ে দিয়েছেন সুভাষ ঘাই। তিনি বলেন, ‘মফস্বল থেকে এলেন কি-না অথবা পকেটে টাকা-পয়সা আছে কি নেই, এসব মুখ্য নয়। যদি আত্মবিশ্বাস থাকে তাহলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। শত্রুঘ্ন সেটা প্রমাণ করেছেন।’