বাংলাদেশের বিপক্ষে টেস্ট দুই ম্যাচ খেলতে পারবেন না অ্যাঞ্জেলো ম্যাথিউস। শ্রীলঙ্কার এ অলরাউন্ডার টেস্ট দলের অধিনায়ক। শ্রীলঙ্কা-বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ৭ মার্চ।বাংলাদেশের বিপক্ষে দলকে অধিনায়ক হিসিবে কে নেতৃত্ব দেবে।অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবে কে এখনো তা জানা যায়নি।
শ্রীলঙ্কা ক্রিকেট বোড মঙ্গলবার দল ঘোষণা করবে, তখন অধিনায়ক কে হবেন তাও জানা যাবে।এছাড় জানা গেছে যে অধিনায়কের দায়িত্ব পেতে পারেন রঙ্গনা হেরাথ, দিনেশ চন্ডিমাল কিংবা উপুল থারাঙ্গার।
অধিনায়ক ম্যাথিউস সর্বশেষ ৬ মাসে দ্বিতীয়বারের মতো ইনজুরির কারণে ছিটকে গেলেন।পায়ের চোটের কারণে অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ে সফরে যেতে যেতে পারেননি।তবে সুস্থ হয়ে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ফেরেন তিনি।তিন টেস্টই খেলেন তিনি। কিন্তু ওই সিরিজে ফের হ্যামস্ট্রিং ইংনজুরিতে পড়েন ম্যাথিউস।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট দুই ম্যাচ ম্যাথিউস খেলতে পারবেন না।শ্রীলঙ্কার ব্যাটিং কোচ জানিয়েছে সে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলাবে কথা জানেিয়ছে।