নিউজ ডেস্কঃ
ফ্রান্সে ১৮ বছরের নিচে কেউ জনসমক্ষে হিজাব পরতে পারবে না বলে আইন পাশে সম্মতি দিয়েছে সিনেট। সিনেট সম্মতি দেওয়ার পর থেকে এ নিয়ে শুরু হয়েছে আন্দোলন। একই সাথে ১৫ বছরে শারীরিক সম্পর্কে জড়ানোর বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।
প্রতিবাদে মুসলিমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে #হ্যান্ডসঅফমাইহিজাব নিয়ে আইনটির বিরুদ্ধে নিজেদের বক্তব্য তুলে ধরছেন। এই আইনকে ‘বিচ্ছিন্নতাবাদবিরোধী’ বিল হিসেবে সিনেটে তোলা হয় এবং দেশটির ধর্মনিরেপক্ষ ব্যবস্থাকে তুলে ধরার চেষ্টা করা হয়। তবে সিনেটে অনুমোদন পেলেও এটি এখনও আইনে পরিণত হয়নি। প্রস্তাবিত এই আইনকে ‘ইসলামবিরোধী আইন’ বলে আখ্যায়িত করেছেন অনেকে।
১৫ বছর বয়সীদের যৌনতায় সম্মতি আছে। আর ১৮ বছরের কম বয়সীদের হিজাব পরার অনুমতি নেই। এটি হিজাববিরোধী কোনো আইন নয়। এটি ইসলামবিরোধী আইন। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড।