স্টাফ রিপোর্টারঃ
বঙ্গবন্ধুকে হত্যা করা মানে শুধু বঙ্গবন্ধুকে নয় এই বাংলাদেশকে হত্যা করা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান।
আজ শনিবার (২জানুয়ারী) সকালে কিশোরগঞ্জ সার্কিট হাউজ হল রুমে কিশোরগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র বিতরণের সময় তিনি এইসব কথা বলেন। বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, ধনী-গরীব না দেখে সত্য উদঘাটন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।
এসময় জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আসাদ উল্লাহার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কিরণ শংকর হালদার, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপি এম (বার), কিশোরগঞ্জ জেলা জজ আদালত-১ এর বিচারক আ ন ম ইলিয়াস, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মোস্তফা প্রমুখ।