বঙ্গবন্ধু’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা

0

স্টাফ রিপোর্টারঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ জানুয়ারী সন্ধ্যায় শহর সমবায় অফিস প্রাঙ্গনে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম, সাবেক সমবায় অফিসার আবুল এহসান অপু বিশিষ্ট ব্যবসায়ি বোরহান উদ্দিন ও জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক কায়সার আহমেদ লিংকন, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু তাহের, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি মো. আনোয়ারুল ইসলাম ভুঁইয়া, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ও ডেইলী মর্নিং গ্লোরির পত্রিকার জেলা প্রতিনিধি মো. ফাইজুল হক গোলাপ, দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক মো. আকবর খন্দকার, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি শামসুল আলম শাহীন ও সদর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক ও দৈনিক প্রভাতী পত্রিকার জেলা প্রতিনিধি এনামুল হক সেলিম প্রমুখ।

বক্তারা বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও নয়াদিল্লি হয়ে ১৯৭২ সালের এই দিনে স্বাধীন স্বদেশের বুকে ফিরে আসেন। যুদ্ধ-বিধ্বস্ত ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সদ্য স্বাধীন বাঙালি জাতির কাছে ছিল একটি বড় প্রেরণা। তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তনকে আখ্যায়িত করা হয়েছিল ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে’। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ-তিতীক্ষা, আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বিধ্বস্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রশ্নে বাঙালি জাতি যখন কঠিন এক বাস্তবতার মুখোমুখি তখন পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে এবং এদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানানো হয়।

এসময় অধ্যাপক ইছমাইল, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক দীপক দাস, অর্থ সম্পাদক হুমাযুন কবীর ও সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক আবুল কাশেম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন, দৈনিক মানব কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো.আব্দুল কাদির, দৈনিক স্বদেশ সংবাদের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম খায়রুল, আজকের সংবাদের জেলা প্রতিনিধি কাঞ্চন শিকদার, দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার ফটো সাংবাদিক ও দৈনিক আল আমিন পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবলু, দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি রঞ্জন মোদক রনি, আরটিভির জেলা প্রতিনিধি আ.ন.ম. তানভীর হায়দার,বিজয় টেলিভিশনের জেলা প্রতিনিধি শরফ উদ্দিন হোসাইন জীবন, সিএনএন টেলিভিশনের জেলা প্রতিনিধি হুমাযুন কবীর, নওরোজের জেলা প্রতিনিধি ও কালের সংবাদ পত্রিকার সম্পাদক খায়রুল ইসলাম, সমকালের হোসেনপুর উপজেলা প্রতিনিধি উজ্জ্বল সরকার, সংবাদের পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি রাজন সরকার, কালেরকন্ঠ পত্রিকার পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি খন্দকার আসাদুজ্জামান, সংবাদের তাড়াইল উপজেলা প্রতিনিধি রবীন্দ্র সরকারসহ কিশোরগঞ্জ প্রেসক্লাবের আজীবন ও সহযোগি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Share.