স্টাফ রিপোর্টারঃ
নতুন বছরের প্রথম দিনে কিশোরগঞ্জে সাধারণ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস পালিত হওয়ায় এবার কোনো বিশেষ আনুষ্ঠানিকতা বা ‘বই উৎসব’ আয়োজন করা হয়নি। উৎসব ছাড়াই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে নতুন বই সংগ্রহ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বছরের শুরুতেই নতুন বইয়ের গন্ধ নিতে পেরে খুদে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনেক অভিভাবককেও সন্তানদের সাথে নিয়ে হাসিমুখে স্কুল থেকে ফিরতে দেখা যায়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, এই বছর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৭ লাখ ৫৬ হাজার ৫শত ৪৫টি বইয়ের চাহিদা ছিল। ইতোমধ্যে সবগুলোই শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে।
জেলা শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার মাকসুদা জানান, কিশোরগঞ্জ জেলায় স্কুল, মাদ্রাসা, কারিগরি ও ইংরেজি ভার্সন মিলিয়ে মোট পাঠ্যবইয়ের চাহিদা ছিল ৩৯ লাখ ৮৭ হাজার ৪শত ২৩টি। এর মধ্যে কয়েকটি বইয়ের ঘাটতি থাকলেও আশা করছি খুব শিগগিরই চাহিদামতো সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে।