বন্ধুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানব বন্ধন ও শোক র‌্যালি

0

আব্দুল্লাহ আল সুমন, প্রতিনিধি ঠাকুরগাঁওঃ
বৃহস্পতিবার(২৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সারকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্ধু মেহেদীর জন্য কান্নায় ভেঙ্গে পড়ে এবং হত্যাকারিদের দ্রুত গ্রেফতারের জন্য জোরালো ভাবে স্লোগান দিতে থাকে।

এর আগে জেলা স্কুল মাঠ থেকে একটি শোক র‌্যালি বের করেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জর্জ কোর্ট চত্বরে গিয়ে গিয়ে শেষ হয়। নিহত মেহেদি ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২২ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন।

বক্তারা বলেন, আমরা সাধারণ ছাত্র। কি অপরাধ আমাদের। কি অপরাধ করেছিলো আমাদের বন্ধু মেহেদি। কে বা কাহারা এই হত্যাকান্ড ঘটিয়েছে আমরা জানিনা। তাদের দ্রুত শনাক্ত করা হোক। এভাবে যেন আর কোন মায়ের বুক খালি না হয়। কোন বন্ধুকে যেন আমরাদের হারাতে না হয়। আমরা এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এর আগে গত ২২ ডিসেম্বর সন্ধ্যার পর আরমান, গাফিল ও মেহেদী বাড়ি থেকে বের হয়ে শহরের বিসিকশিল্প নগরী এলাকার শামীমের হোটেলে চা খাওয়ার জন্য যায়। চা খাওয়া শেষে বাড়িতে ফেরার পথে রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন দুর্বৃত্ত আরমান, মেহেদী ও গালিফকে বেধরক পেটায়। এক পর্যায়ে ঐ দুর্বৃত্তরা ধারালো ছোড়া দিয়ে মেহেদীকে কোপাতে থাকে। মেহেদীকে বাঁচাতে আরমান এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষনা করে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, পুলিশ এই হত্যার সুষ্ঠভাবে তদন্ত করা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

Share.