স্টাফ রিপোর্টারঃ
‘সত্য সুন্দরের পথে, পজেটিভ পাকুন্দিয়া করার প্রত্যয়ে’ এই স্লোগানকে আঁকড়ে ধরে মানুষের কল্যাণে, পাকুন্দিয়া উপজেলাবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ভয়েস অব পাকুন্দিয়া’র ৪র্থ বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে।
শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় পৌর সদরের স্বপ্ন ছোঁয়া রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিলের মাধ্যমে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এডমিন মডারেটরগণ গ্রুপের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন এডমিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বাবু, ক্রিয়েটর এডমিন সাংবাদিক এস এম রায়হান, সাংবাদিক এসকে রাসেল, এডমিন মোহাম্মদ এনামুল হক হৃদয়, এডমিন মাহমুদুর রহমান আফ্রিদ, এডমিন সোহানুর রহমান আল-আমিন প্রমুখ।
আলোচনা সভায় এডমিনগণ বলেন, নানাবিধ চ্যালেঞ্জ ও প্রতিকূলতা জয় করে ভয়েস অব পাকুন্দিয়া উপজেলাবাসীর কাছে বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং আস্থার গ্রুপ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নতুন বছরে আমাদের অঙ্গীকার হবে, উপজেলাবাসীর চাহিদার প্রাধান্য দিয়ে উন্নত সেবা নিশ্চিত করা।
উল্লেখ্য, দেশের করোনা মহামারির ক্লান্তি কালে মানুষ যখন ঘর বন্দী তখন মানুষকে সচেতনতা ও সেবা দেয়ার লক্ষ্যে ২০২০ সালের ১ এপ্রিল ভয়েস অব পাকুন্দিয়া গ্রুপ প্রতিষ্ঠিত হয়।