বাংলাদেশ নারী ক্রিকেট দল দারুন এক জয় পেল। নারীদের বিশ্বকাপে প্রথম ম্যাচে বাংলাদেশ কে ১৪৫ রানের টার্গেট দিয়েছিল আয়ারল্যান্ড। রুমানারা ৩৯.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়। শারমিন আক্তারের ৫২ রান করে সহজ জয়টি তুলে নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল।তাছাড়া ফারজানা ৩৪ ও রুমানা আহমেদ ২৪ রানে করে অপরাজিত থাকেন।
কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে ক্লেয়ার শিলিংটন ও অধিনায়ক লরা ডিলানি দু’জনই সর্বোচ্চ ৩৭ রানের উপর ভর করে ১৪৪ রান করে।আইরিশরা ব্যাটিংয়ে নেমে ৬২ রানে চার উইকেট হারিয়ে চাপের মুখেই পড়ে।ওপেনার মেগ কেন্ডালের ব্যাট থেকে আসে ১৬। ইসোবেল জয়েস ২৪ রান ও ম্যারি ওয়াল্ড্রন ১১ রান করে আউট হন।
তিনটি উইকেট দখল করেন জানাহারা আলম বাংলাদেশের হয়ে। তাছাড়া পান্না ঘোষ দু’টি করে উইকেট নেন,রুমানা আহমেদ ও খাদিজাতুল কুবরা। বাকি উইকেটটি সালমা খাতুনের।