বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে এডিবি

0

মাই ২৪ বিডি অর্থনৈতিক ডেস্কঃ

চলমান ‘মাইক্রো-এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের সহয়তায় ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ মঙ্গলবার (৮ডিসেম্বর) এই অর্থ অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানানো হয়। করোনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় ৪২৫ কোটি টাকা (৫০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দেয়া হচ্ছে।

এডিবির বাংলাদেশ প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট জ্যোৎস্না ভার্মা বলেন, ঋণটি চলতি ক্ষুদ্রঋণ উদ্যোগ উন্নয়ন প্রকল্পের স্কেল বাড়িয়ে দেবে। যা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনকে (পিকেএসএফ) ৫০ মিলিয়ন ডলার ক্রেডিট লাইন সরবরাহ করতে এডিবি অনুমোদিত। এই অতিরিক্ত অর্থায়ন গ্রামীণ অর্থনীতিতে চলমান প্রকল্পের পরিপূরক হিসেবে কাজ করবে। প্রকল্পটি দেশের ক্ষুদ্রঋণ সংস্থাগুলোর অর্থায়নের প্রবেশাধিকার বাড়াতে সক্ষম হবে।

সরকারি উন্নয়ন ফাইন্যান্স এবং সক্ষমতা বৃদ্ধি সংস্থা পিকেএসএফের চলমান প্রকল্পের আওতায় ৭৭টি অংশীদার সংগঠনের মাধ্যমে ৩৯ হাজার ৫৮০টি ক্ষুদ্রঋণ উদ্যোগ রয়েছে। যা দেশের গ্রামীণ অঞ্চলে ৯১ হাজার ৪৩০ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে।

https://samakal.com/economics/article
Share.

About Author